বরিশালে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

শামীম আহমেদ ॥

বরিশাল বিভাগের ৬ জেলা ও মহানগরে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু হয়েছে। বরিশাল বিভাগের ৩৫৬টি ইউনিয়নের ৩৫৬ টি ওয়ার্ড, পৌর শহরের ৫৯ ওয়ার্ড এবং সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের ৩০ কেন্দ্রে চলছে এই টিকা কার্যক্রম। টিকা কেন্দ্রগুলোতে প্রচুর ভিড় না থাকলেও মানুষজন আসছেন এবং টিকা নিচ্ছেন। সমস্যা বা ভোগান্তির কথা বলেননি কেউ। গত ৭ আগস্ট টিকা ক্যাম্পেইনে প্রথম ডোজ নেয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে মডার্নার টিকা। অপরদিকে, প্রথম ডোজ দেয়া হচ্ছে সিনোভ্যাক্সের টিকা। টিকা নেয়ার পর তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন টিকা গ্রহণকারীরা। নগরীর এ,কে স্কুল টিকা কেন্দ্রের ইপিআই সুপারভাইজার খালেদা আক্তার জানান, নগরীর ৩০টি কেন্দ্রে মডার্না টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে এবং ৬টি কেন্দ্রে প্রথম ডোজে দেয়া হচ্ছে সিনোভ্যাক্সের টিকা। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, এটা গণটিকা নয়। ৭ আগস্ট ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন চলবে। পাশাপাশি প্রথম ডোজের টিকা দেয়া হচ্ছে। এদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর ১০ নং ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে টিকা কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা সাইয়েদ ফারুক। এসময় উপস্থিত ছিলেন ১০ নং ওর্য়াড কাউন্সিল এটিএম শহিদুল্লাহ কবির, ১০,১১,১২সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিল আয়শা তৌহিদা লুনাসহ টিকাদান কাজে নিয়োজিত নার্স ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। ইপিআই কার্যক্রম বাধাগ্রস্থ না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। টিকা প্রদানে কোন সমস্যা নেই এবং যথেষ্ট ভ্যাকসিন সরবরাহ রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *