বরিশালে চোখে গুলিবিদ্ধ ২ আসামীর জামিন

শামীম আহমেদ ॥
বরিশালে ইউএনও’র বাসভবনে হামলার দায়ের করা দুটি মামলায় আজ রোববার এজাহারভুক্ত ২ অসামীর জামিন মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক। এরা হলেন দুজনেই আনসারের গুলিতে চোখে গুলিবিদ্ধ ঢাকা থেকে চিকিৎসা নিয়ে আসা ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মসিনর হোসেন এবং ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভির আহসান। এতে করে ইউএনও এবং পুলিশের দায়ের করা দুটি মামলায় গ্রেফতার হওয়া ২২ আসামীর সকলের জামিন হওয়ার পাশাপাশি নাম উল্লেখ করা ২ আসামীর আদালত থেকে জামিন নেয়া হয়েছে ।
গত ১৮ আগস্ট ইউএনওর বাসভবনে হামলা আনসারদের গুলি এবং পুলিশের সাথে সংঘর্ষে ত্রিশ জনের ন্যায় গুলিবিদ্ধসহ অর্ধ শতাধিক আওয়ামীলীগ নেতা কর্মী আহত হয়। এরমধ্যে দুটি মামলায় নামে ও বেনামে ছয় শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়েছিল। পুলিশ ২২ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করেছিল। তাদেরকে দুই দফায় যথাক্রমে ২৫ আগস্ট এবং ২ সেপ্টেম্বর জামিন হয় সবার। তবে ঢাকাতে উন্নত চিকিৎসা নেয়া চোখে গুলিবিদ্ধ দুই আসামী আজ জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। তবে পর্যায়ক্রমে নামধারী অপর আসামীদের জামিনের আবেদন করা হবে বলে জানান আসামী পক্ষের আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *