কলাপাড়ায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় আচরণবিধি পরিবর্তন ও বাজার ব্যবস্থার উন্নয়নে উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।
কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও ফিড দ্যা ফিউচার “বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি” ঢাকা আহসানিয়া মিশন এর সহযোগীতায় সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, নারী ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল বাসার, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু। সভায় পুষ্টি বিষয়ক কর্মসূচী বিষয়ে পাওয়ার পয়েন্টে তুলে ধরেন ঢাকা আহসানিয়া মিশনের এরিয়া স্পেশালিষ্ট মো. সোহেল রানা।
উপজেলার বানাতিবাজার, মহিপুর ও কলাপাড়া বাজারে এ পুষ্টি বিষয়ক কর্মসূচী চলমান রয়েছে। এসব এলাকার দুই কিলোমিটারের মধ্যের সকল জনগোষ্ঠীকে পুষ্টি কর্মসূচীর আওতার আনার কার্যক্রম চলছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *