বরিশালে প্রশাসনের মামলায় গ্রেফতার আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর জামিনের আবেদন

বরিশালে ইউএনও এবং পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের আরও ১২ জন নেতাকর্মীর জামিন আবেদন হয়েছে। কারান্তরীণ আসামিদের পক্ষে রবিবার সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। আদালতের বিচারক মো. আনিসুর রহমান তাদের জামিন আবেদন গ্রহণ করে আগামী ২ সেপ্টেম্বর শুনানীর দিন ধার্য করেন।

এর আগে এই দুই মামলায় গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৯ নেতাকর্মী জামিন পান।

গত ১৮ আগস্টের ঘটনায় পরদিন ১৯ আগস্ট ইউএনও মো. মুনিবুর রহমান এবং কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শাহজালাল মল্লিক বাদী হয়ে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ ও সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসসহ ১১৪ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামাসহ আওয়ামী লীগের ৬০২ জন নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবুসহ ২৩ জনকে গ্রেফতার করে। যার মধ্যে চোখে গুলিবিদ্ধ অবস্থায় ২ জন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

 

বরিশাল কারাগারে থাকা ২১ জনের মধ্যে এর আগে জামিন পেয়েছেন ৯ জন। বাকী ১২ জনের জামিন আজ আবেদন হয়েছে বলে নিশ্চিত করেছেন তাদের আইনজীবী তালুকদার মো. ইউনুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *