বরিশালে করোনা আক্রান্তে ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি:
বরিশাল বিভাগে শুক্রবার দুপুর পর্যন্ত বিগত ২৪ ঘন্টার ব্যবধানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণ কারীদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে বরিশালে দুইজন, পটুয়াখালীতে একজন ও ভোলায় দুইজন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে ১৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ৩ জন মৃত্যুবরণ করেন। এছাড়া বিভাগের অন্যান্য জেলা ও উপজেলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। শেবাচিমের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৬৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘন্টার ব্যবধানে ১৪২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৪৩ হাজার ৩৭৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৩৩২ জন।
এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমূনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সর্বশেষ বৃহস্পতিবার রাতের রিপোর্টে ১৭ দশমিক ২৭ শতাংশ। শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৩৩৬ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৯২ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শুক্রবার দুপুর ২টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩শ’ বেডের স্থলে চিকিৎসাধীন ছিলেন ১১৪ জন রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *