নদী রক্ষা কমিশনকে নদীর অভিভাবক ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন

ভূমি, কৃষি, নদী-খাল দখল-দূষন, পরিবেশ-প্রতিবেশ এবং জলবায়ুর বিরূপ প্রভাবের প্রতিবাদে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগ এবং ভূমি অধিকার নেটওয়ার্ক যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন সামাজিক সংগঠক কাজী মিজানুর রহমান, শুভংকর চক্রবর্তী ও মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীকসহ অন্যান্যরা। তাদের ২০ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন বরিশালের বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা অতিদ্রুত জাতীয় নদী রক্ষা কমিশনকে নির্বাহী ক্ষমতা প্রদান করে নদীর অভিভাবক ঘোষনার দাবি জানান। একই সাথে নদী ও খাল রক্ষায় তাদের ২০ দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

গুরুত্বপূর্ণ দাবিগুলো হলো কীর্তনখোলা নদীর ও নগরীর মধ্যে থেকে বয়ে যাওয়া খাল মৌজাম্যাপ অনুসরন করে সীমানা নির্ধারন ও স্থায়ী পিলার স্থাপন, কীর্তনখোলা নদীর ৮টি হট স্পট থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ সহ নদীর তীর স্থায়ী সংরক্ষন এবং নগরীর খালসমূহের পতন মুখ থেকে পলি অপসারন সহ ২০ দফা দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *