বরিশালে করোনা ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি:
বরিশাল বিভাগে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিগত ২৪ ঘন্টার ব্যবধানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণ কারীদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে বরিশালে তিনজন, পটুয়াখালীতে একজন, ভোলায় দুইজন ও ঝালকাঠিতে দুইজন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে ২৪১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ৪ জন এবং করোনা আক্রান্ত হয়ে ৪ জন মৃত্যুবরণ করেন। এছাড়া বিভাগের অন্য জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। শেবাচিমের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৬১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘন্টার ব্যবধানে ২৪১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৪২ হাজার ১৬০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮ হাজার ২৮৩ জন।
এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমূনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সর্বশেষ মঙ্গলবার রাতের রিপোর্টে ৩২ দশমিক ২৭ শতাংশ। শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৩০১ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৭৩ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩শ’ বেডের স্থলে চিকিৎসাধীন ছিলেন ১৩৯ জন রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *