চলতি বছরের মধ্যে প্রাপ্ত বয়স্ক সকলের জন্য টিকা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ

বরিশাল প্রতিনিধি:
করোনা প্রতিরোধে চলতি বছরের মধ্যে প্রাপ্ত বয়স্ক সকলের জন্য টিকা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের বরিশাল শাখার সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির নেতা কমরেড এ.কে. আজাদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা আহ্বায়ক কমরেড অধ্যাপক জলিলুর রহমান, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক দেওয়ান আঃ রসিদ নিলু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা আহ্বায়ক ইমরান হাবীব রুমন ও সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, বিপ্লবী ওয়াকার্স পার্টি নেতা হারুন অর রশিদ মাহমুদ, বাসদ মাক্সবাদী নেতা কমরেড সাইদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সকল হাসপাতালের আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ, চিকিৎসক, সেবিকাসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট জনবল বৃদ্ধি করতে হবে। এছাড়া নিম্ন আয়ের ব্যক্তিদের আর্থিক সহায়তা ও সুদ মুক্ত ঋণ প্রদানের মাধ্যমে অর্থনৈতিক উন্নতিতে সহায়তা করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের দ্রুত করোনার টিকা প্রদানের মধ্যদিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া দাবী জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *