শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সদর রোড: মহিলা কলেজের ১০০০ টাকা ফি মওকুফ

আজ ১৬ আগস্ট, সোমবার  সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে করোনায় বন্ধকালীণ সেশনচার্জ সহ সকল ফি মওকুফের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন বরিশাল সিটি কলেজ ও বরিশাল মহিলা কলেজের শিক্ষার্থীরা। কর্মসূচিতে বক্তব্য রাখেন সিটি কলেজের ছাত্রনেতা সুজন আহমেদ, রাফি, মিদুল মিয়া, মহিলা কলেজের অদিতি ইসলাম,মিম আক্তার, মুন আক্তার। এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন, বাসদের সদস্য সচিব ডাঃমনীষা চক্রবর্তী,  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদার, রাকিব প্রমুখ। এসময়ে তারা ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে। বক্তারা বলেন করোনায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সারাদেশে ফর্মফিলাপের নামে শিক্ষা বাণিজ্য চলছে। বরিশালে মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ফর্মফিলাপের ফি সাড়ে ৫ হাজার টাকা ও সিটি কলেজে ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের ফি প্রায় ১৭ হাজার টাকা ধরা হয়েছে।  দীর্ঘ লকডাউনে  ছাত্রদের পরিবারের  অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এর মধ্যে এত টাকা বহন করা কারোর পক্ষে সম্ভব নয়।
শিক্ষার্থীরা সকাল ১১ টা থেকে দুপুর ১ঃ৩০ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে পরবর্তীতে পুলিশ প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষের অনুরোধে  ছাত্ররা রাজপথ থেকে সরে আসে। আন্দোলনের মুখে সরকারি মহিলা কলেজ প্রশাসন শিক্ষার্থীদের ১০০০ টাকা মওকুফ করে এবং বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ ফি কমানোর আশ্বাস দিয়ে ছাত্রদের কাছ থেকে ৫ দিন সময় নেন ও ২১ আগস্টের মধ্যে ফি কমিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *