গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
দিনভর অনুষ্ঠিত নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় বরিশালের গৌরনদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
গৌরনদী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের নেতৃত্বে¡ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রথমেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চেয়ারম্যান ও অন্যান্যরা। বেলা ১১টায় গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমানের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন, গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম। এ ছাড়া গৌরনদী প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
বেলা সাড়ে ১১টায় উপজেলার আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরনের উদ্বোধণ করেন গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। এসময় উপ¯ি’ত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা কলেজের অধ্যক্ষ কেএম সাঈদ মাহমুদ, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম দিলীপ, মোঃ মামুন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া সাধারন সম্পাদক লুৎফর রহমান দিপসহ অন্যান্য হোমিও চিকিৎসকগন।
অপরদিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওইদিন সকাল ১০টায় পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা সভা ও ঘাতকের হামলায় নিহত জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *