দেশের সেরা সফল পুরস্কারপ্রাপ্ত প্রতিবন্ধীকে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য ও চিকিৎসা সহায়তা

বরিশাল প্রতিনিধি:
করোনার প্রভাবে দেশ জুড়ে চলমান লকডাউনে একমাত্র উপার্জনের খাবার হোটেল বন্ধ থাকায় নিঃস্ব হয়েছেন দেশের সফল প্রতিবন্ধী সেলিম মিয়া। বরিশাল নগরীর ফকির বাড়ি রোডের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী সেলিম মিয়া ২০১৮ সালে দেশের সফল প্রতিবন্ধী হিসাবে পুরস্কৃত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করেন পুরস্কার। করোনার প্রকোপ বাড়ার সাথে সাথে দেশ জুড়ে লকডাউনে প্রতিবন্ধী সেলিম মিয়ার সফল জীবন তছনছ হয়ে যায়। করোনার প্রভাবে ছোট্ট ব্যবসা চালু রাখতে না পারায় দিনে দিনে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। এর পাশাপাশি শারীরিক অসুস্থতাও আরও চেপে ধরে তাকে। উপার্জনের সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন সেলিম মিয়া সরকারী একটি ঘর (প্রধানমন্ত্রীর উপহার) ও খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আকুতি জানায়। সমাজ সেবা অধিদপ্তরের বরিশালের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ জানান, ইতিমধ্যে তার চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা এবং পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রদান করেছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। তিনি আরও জানান, বরিশাল সমাজ সেবার সহযোগিতায় ২০১৫ সালে ছোট আকারে খাবার হোটেল ব্যবসা চালু করেন সেলিম মিয়া। সেখানে দ্বিতীয় স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে জীবিকা নির্বাহ করতেন। বর্তমান তার দৈন্যদশা চলতে থাকায় গতকাল সোমবারও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সেলিম মিয়া জানান, করোনাকালীন সময়ে নিষেধাজ্ঞায় খাবার হোটেল খুলতে না পারায় দেনায় জর্জরিত হয়ে ছাড়তে হয়েছে ব্যবসা। তাছাড়া দুই ছেলে থাকলেও কেউ তার খবর নেয় না। প্রথম স্ত্রীও ছেড়ে চলে গেছে অনেক আগে। বৃদ্ধ মাকে নিয়ে ফকির বাড়ি এলাকায় ভাড়া থাকে। কিন্তু তার এখন উপার্জন ক্ষমতা নেই। ঘর ভাড়া দিয়ে থাকা সম্ভব হচ্ছেনা তার পক্ষে। তাই তিনি জেলা প্রশাসনের কাছে (প্রধানমন্ত্রীর উপহার) একটি ঘর ও করোনায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য সহায়তা এবং আর্থিক সহযোগিতা চেয়েছেন। ইতোমধ্যে জেলা প্রশাসনের সহায়তায় শারীরিক সমস্যার জন্য তিনি ডাক্তার দেখিয়েছেন।
বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, ইতিমধ্যে সেলিম মিয়াকে চিকিৎসার জন্য নগদ অর্থ ও প্রধানমন্ত্রীর খাদ্য উপহার প্রদান করা হয়েছে। এছাড়াও সেলিম মিয়ার যাবতীয় চিকিৎসার দায়িত্ব এবং প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *