বরিশাল শেবাচিমে করোনা আক্রান্ত মৃত্যুহীণ একদিন 

বরিশাল অফিস:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়ে ৬ ও উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন। এদের মধ্যে ১৫ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল সোমবার দুপুর ২টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৫৩ জনে দাঁড়িয়েছে।
এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় স্বস্তি ফিরেছে। গত ২ মাসেরও বেশী সময় পর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ এর কোটায় নেমেছে। গত রবিবার রাতে পিসিআর ল্যাবের সব শেষ রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২.২৩ ভাগ।
এর আগে গত শনিবার রাতের রিপোর্টে ২৯.৩০ ভাগ, শুক্রবার ৩১.২৫ ভাগ, বৃহস্পতিবার ৪২ ভাগ এবং বুধবার ৪৮.১৪ ভাগ করোনা শনাক্ত হয়। গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়েছিলো।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে শনাক্তের সংখ্যা ৮৩, পটুয়াখালীতে ৮৯, ভোলায় ১৩৭, পিরোজপুরে ৩১, বরগুনায় ৩২ ও ঝালকাঠিতে ১৬ জন। বরিশাল বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩৮ হাজার ৬৮৪ জন।
অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ শয্যার করোনা ইউনিটে সোমবার দুপুর ২টা পর্যন্ত ২২৭ জন ভর্তি। যার মধ্যে ৭৩ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে ২৭ নতুন রোগী ভর্তি হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *