নলছিটিতে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন ও অনুদান বিতরণ

আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল, অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও অনুদান বিতরণ করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৭ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন এবং দুস্থ নারীদের অনুদান প্রদান করা হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা সিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ কবির খান, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা)মোর্শেদা লস্কর , জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবর রহমান, নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *