বিএম কলেজ ছাত্রী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

আকিব মাহমুদ: গতকাল শুক্রবার বরিশাল নগরীর গড়িয়ারপাড়ে সড়ক দুর্ঘটনায় ব্রজমোহন কলেজের মাস্টার্স গণিত বিভাগের শিক্ষার্থী শিলা হালদার নিহতের ঘটনায় কলেজের সাধারন শিক্ষার্থীরা বরিশাল মহাসড়ক অবরোধ করে। আজ শনিবার সকাল ১১টার দিকে সাধারন ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক গুলোতে বিক্ষোভ প্রদর্শন করে নতুল্লাবাদ বাস টার্মিনালের সামনে অবস্থা নিয়ে সড়ক অবরোধ করে নিরাপদ সড়কের দাবী জানায়। এসময় তারা শিলা হালদার নিহতের বিচার চেয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।  তার আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে ছাত্ররা।
এদিকে গতকাল শুক্রবার সকাল নয়টায় গড়িয়ারপাড়ে দুর্জয় পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে ৭ মাহিন্দ্রা যাত্রী নিহতের ঘটনায় ওদির রাতে বাস চালক আ. জলিলকে আটক করে পুলিশ। এঘটনায় শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়। এতে করে যাত্রীরা পড়েন বিপাকে।
এনিয়ে শ্রমিকরা বলেন, তাদের চালককে পুলিশ আটক করে নির্যাতন করার প্রতিবাদে তারা বাস চলাচল বন্ধ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *