বরগুনায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

বরগুনার তালতলীতে মাদক সেবনের দায়ে শামীম মাতুব্বর (৪০) নামের এক যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তালতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাপস পাল (২ আগস্ট) সোমবার এ সাজা দেন।

সাজা প্রাপ্ত যুবক তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মো. নসু মাতুব্বরের ছেলে শামীম মাতুব্বর।

সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল জানান, আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মাদক দ্রব্য সেবনরত অবস্থায় ও এক পুরিয়া গাঁজাসহ হাতেনাতে তাকে আটক করা হয়।

 

তাপস পাল বলেন, শামিম  নিয়মিত মাদক সেবন করে, এর আগেও তাকে একবার কারাদণ্ড দেয়া হয়েছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ এর ১ ধারায় তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

তালতলী থানার (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, উপজেলার ছোটবগী ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে শামীম মাতুব্বর নামের একজনকে মাদক সেবনরত অবস্থায় ও মাদকসহ আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *