গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার বেড়েছে ২ শতাংশ

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৯৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৪০ হাজার ২০০ জনে। এতে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের সংখ্যা কমলেও একদিনের ব্যবধানে আক্রান্তের হার বেড়েছে প্রায় দুই শতাংশ। গতকাল নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ৩০.৪৮ শতাংশ। আর গত চব্বিশ ঘণ্টায় এই হার বেড়ে দাঁড়িয়েছে ৩২.১৯ শতাংশে।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৫ জন, যা গত ২৪ ঘণ্টায় বিভাগীয় হিসেবে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৬৮৫ জনে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *