পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র আয়োজিত ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। পবিত্র ঈদুল আযহা উদ্যাপনের মধ্য দিয়ে সারা বিশে^ বিরাজ করে আনন্দ মুখর পরিবেশ। ঈদের দিনগুলিতে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিতে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র আয়োজন করেছে ০৩(তিন) দিনব্যাপী নানা আয়োজন। আয়োজনমালায় থাকছে গীতিনক্শা, আলোচনা, সাক্ষাৎকার, নাটক, ঈদ আড্ডা, রান্না-বান্না, ম্যাগাজিন এবং সঙ্গীতানুষ্ঠান। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে রয়েছে ঈদের দিন সকাল ০৬:৪০ মিনিটে ‘ঈদের জামাতের সময়সূচি’ ; সকাল ০৬.৫০ মিনিটে সঠিকভাবে কুরবানীর পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কথিকা; সকাল ০৬:৫৫ মিনিটে ‘ঈদের গান’ ; বিকেল ০৫:১৫ মিনিটে গীতিনক্শা ‘ত্যাগের সাধনায় ঈদুল আযহা’ ; বিকেল ০৫.৪৫ মিনিটে ‘ঈদের গান’; বিকেল ০৫.৫০ মিনিটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জারি গান; রাত ১০:১৫ মিনিটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশেষ বেতার বিবরণী; রাত ১০:৩০ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘পবিত্র ঈদুল আযহার তাৎপযর্’ ; ঈদের ২য় দিন সকাল ০৭:৩০ মিনিটে ছায়াছবির গান নিয়ে গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান ‘রূপালী ঈদ’ ; সকাল ০৯:৩৫ মিনিটে ঘোষক/ঘোষিকাদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান ‘ত্যাগের আনন্দ’ ; সকাল ১০:১০মিনিটে আলোচনা অনুষ্ঠান কোভিড-১৯ এবং ইসলামের দৃষ্টিতে পরিস্কার পরিচ্ছন্নতা; সকাল ১০:৩০ মিনিটে গীতিনক্শা ‘ত্যাগের মহিমায় ভাস্বর এই দিন’ ; বিকেল ০৪:৩৫ মিনিটে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’ ; বিকেল ০৫:১৫ মিনিটে সাংবাদিকদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’ ; বিকেল ০৫:৪০ মিনিটে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ‘ঝংকার’; সন্ধ্যে ০৬:২০ মিনিটে কুরবানী পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথিকা; রাত ০৯:১৫ মিনিটে পবিত্র ঈদুল আযহায় পরিমিত খাবার গ্রহণের গুরুত্ব নিয়ে কথিকা; রাত ১০.০০টায় নির্বাচিত গানের গ্রন্থিত অনুষ্ঠান ‘সুরঞ্জনা’; রাত ১০:৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান “রান্না ঘর’; ঈদের ৩য় দিন সকাল ০৭:৪৫ মিনিটে ঈদের গান ‘ত্যাগের মহিমায়’ ; সকাল ০৮:৪৫ মিনিটে পবিত্র ঈদুল আযহার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথিকা ; সকাল ০৯:৪৫ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ‘সিম্ফনি’ ; সকাল ১০:২০ মিনিটে শিশু-কিশোরদের মধ্যে পবিত্র ঈদুল আযহার শিক্ষা প্রদান; বিকাল ০৪:৩৫ মিনিটে তরুণদের অংশগ্রহণে ‘ঈদ হৈ চৈ’ ; বিকেল ০৫:১৫ মিনিটে নারীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আড্ডা’; বিকেল ০৫:৪৫ মিনিটে জরুরী সেবা কাজে নিয়োজিত বক্তিবর্গের অংশগ্রহণে প্রামাণ্য প্রতিবেদন ‘পেশাজীবীদের ঈদ’ ; রাত ১০.০০টায় নাটক ‘বাদশা বেগম’। এছাড়া পবিত্র ঈদুল আযহার ছুটি শুরু হওয়ার পূর্ব থেকেই ঈদুল আযহা উদ্যাপনকালীন করোনা মোকাবেলায় সতর্কতামূলক ফেসবুক লাইভ ফোন-ইন অনুষ্ঠান এবং করোনায় স্বাস্থ্যসম্মত উপায়ে ঈদ উদ্যাপনের জন্য সেলিব্রেটি কল হিসেবে বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়ের বক্তব্য প্রতিদিন প্রচারিত হচ্ছে এবং ঈদের পরেও প্রচারিত হবে। বরিশাল বেতার অঞ্চলের শ্রোতাদের চাহিদা বিবেচনা করে এবং আমাদের হাজার বছরের শিক্ষা, সংস্কৃতির লালন-পালন ও বিকাশের ধারা অব্যাহত রাখার মানসে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ০৩(তিন) দিনব্যাপী উল্লেখিত অনুষ্ঠান সাজানো হয়েছে। অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ২৩৩.১০ মিটার(১২৮৭ কিলোহার্জ), এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং ইধহমষধফবংয ইবঃধৎ অঢ়ঢ় এর মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *