বরিশালে মোবাইল কোর্টের অভিযানে আটক ৯, মামলা ২৫

শামীম আহমেদ:
দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ১৪ দিনের সরকারি বিধি-নিষেধ লকডাউন ঘোষণা করেন সরকার। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নগরীতে দিনব্যাপী জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে। লকডাইনের অষ্টম দিনে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ৩ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ ব্যক্তিকে আটক করা হয় এবং ২৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ১৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। নগরীর সদর রোড, চক বাজার রোডে স্বাস্থ্য বিধি অমান্য করে বিনা কারনে বাইরে ঘোরাঘুরি ও মাস্ক না পরার অপরাধে ৯ জনকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তেগীর। পোর্ট রোড, বান্দ রোড, মেডিকেল মোড়সহ অন্যান্য এলাকায় অভিযান ১ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি। এদিকে আমতলার মোড়, বাংলা বাজার, রুপাতলী এলাকায় স্বাস্থ্য বিধি অমান্য করার অপরাধে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮৫০০ টাকা জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। অভিযানে ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের একটি টিম ও স্কাউটের সদস্যরা সহযোগীতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *