বরিশালে কর্মহীন ৩৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

শামীম আহমেদ ॥

দেশে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন চলছে তাই বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সংস্থা আভাস এর সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আজ ৭ জুলাই বুধবার দুপুর ১২ টায় দিকে বরিশালের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্তকর্মহীন ৩৫০ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

পর্যায় ক্রমে আরো অনেক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, জেলা প্রশাসকের কার্যালয়’র প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি হিজড়া, মান্তা সম্প্রদায়সহ ৩৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারের জন্য ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিড়া, সাবান ৬ পিচ, সুজি ৫০০ গ্রাম বিতরণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *