ঝালকাঠিতে করােনা প্রতিরােধে রাস্তায় ব্লিচিং স্প্রে

ঝালকাঠি প্রতিনিধি।।

করােনাভাইরাস বিস্তার রােধে ঝালকাঠির পৌর এলাকায় ব্লিচিং মিশানো পানি ছিটানাে শুরু করা হয়েছে । মঙ্গলবার (৬ জুলাই) শহরের সড়কের বিভিন্ন স্থানে পানি ছিটিয়ে কার্যক্রমের উদ্বোধন করে হৃদয়ে ঝালকাঠি নামে একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। তাদের উদ্যোগে নিয়মিত সড়কে ব্লিচিং মিশানো পানি ছিটানাে হবে ।

তারা বলছে , করােনা ভাইরাস বিস্তার প্রতিরােধে পৌর এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানাে হচ্ছে । তবে আগে জনবহুল এলাকায় দেয়া হবে । পর্যায়ক্রমে পৌর এলাকার প্রায় সব রাস্তায় স্প্রে করা হবে ।

ঝালকাঠির বিশিষ্ট সমাজসেবক রাজিবুল হক বলেন , সারা পৃথিবী এখন করােনায় আক্রান্ত বিশ্বের উন্নত দেশগুলােও করােনা প্রতিরােধে হিমশিম খাচ্ছে । যার কারণে ঝালকাঠিতে তারাই প্রথম এ কাজ শুরু করেছেন । ব্লিচিং পাউডার , ডিটারজেন্ট পাউডার আর পানি দিয়ে জীবাণুনাশক ওষুধ তৈরি করা হয়েছে । এতে জীবাণু বিস্তারে অনেকটাই রােধ হবে।

জীবাণুনাশক ওষুধ ছিটানাে কার্যক্রমের সহযোগিতায় ছিলেন সুমন তালুকদার, কাজী মারুফুজ্জামান ইরান, লিমন নকিব, আসিফ ইকবাল। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পৌরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *