বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২জন পজিটিভসহ ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো সর্বাধিক ২৩৬ জন রোগী। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ করোনা শনাক্তের হার ৭৩.৯৩ ভাগ।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় দপ্তরে পাঠানো প্রতিবেদনে জানা যায়, গত সোমবার হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২২০জন রোগী। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছেন ৫৭ জন রোগী।

এই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে ৩২জন রোগী বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় লাশ হয়ে বাড়ি ফিরেছেন ৯জন। যার মধ্যে ২ জনের করোনা পজেটিভ। অন্য ৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে সর্বাধিক ১২জন রোগীর মৃত্যু হয়।

সোমবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৩৬জন রোগী। এর মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ এবং অন্যদের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। গত বছরের মার্চে করোনা ওয়ার্ড চালুর পর ২৩৬ জন রোগী ভর্তি এই প্রথম।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ধারাবাহিকভাবে বাড়ছে করোনা শনাক্তের হার। সোমবার রাতে পিসিআর ল্যাবের সব শেষ প্রকাশিত রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭৩.৯৩ ভাগ। এর আগের দিন শনাক্তের হার ছিলো ৫৯.৫৭ ভাগ।

গত বছর মার্চ মাস থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে বিভিন্ন উপসর্গ নিয়ে ৭৭৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১৮ জনের করোনা ছিলো পজিটিভ। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *