১৪ই জুলাই পর্যন্ত বাড়ল কঠোর বিধিনিষেধ, প্রজ্ঞাপন জারি

চলমান কঠোর বিধি-নিষেধ ১৪ই জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে  শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে চালু থাকছে। শপিংমল,মার্কেট ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকছে। পন্যপরিবহণে নিয়োজিত যানবাহন ও বন্দরসমূহ অফিসগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। খাবারের দোকান থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইনে বিক্রি করা যাবে। আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকলেও বন্ধ থাকবে অভ্যন্তরীন বিমান চলাচল।

জরুরি পন্য পরিবহণ ছাড়া সব ধরনের যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকলেও টিকার কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে। সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত স্থানে বসবে কাঁচাবাজার। এসব বিধিনিষেধ মানাতে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী। বিধিনিষেধের সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *