আবদুর রশিদ মিয়া আর নেই

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী সরকারী একে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ¦ আবদুর রশিদ মিয়া (৭০) শনিবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পল্লবী আবাসিক এলাকার নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রবিবার সকাল ১০ টার স্বাস্থ্যবিধি মেনে আমতলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই গ্রামের বাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তিনি ১৯৮৩ সালে আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকুরী শুরু করেন। ১৯৮৪ সালে আমতলী একে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে একই পদে যোগদান করেন। ১৯৯৯ সালে তিনি ওই স্কুলের প্রধান শিক্ষক হন। ২০১৬ সালে একই বিদ্যালয় থেকে অবসরে যান। দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা জীবনে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তার রয়েছে উপজেলা ব্যাপী বেশ সুনাম ও সুখ্যাতি। তার মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খাঁন, অ্যাডভোকেট নুরুল ইসলাম মিয়া, মোঃ বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন হাওলাদার, মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি, সোহেলী পারভীন মালা ও চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আহুরুজ্জামান আলমাস খাঁন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *