বরিশালের চেকপোস্টে আটকা সময় টিভির ভূয়া সাংবাদিক

বরিশাল প্রতিনিধি:
কঠোর লকডাউনের কারণে বেশ কড়াকড়ি বরিশালজুড়ে। এরই মধ্যে সাংবাদিক পরিচয়ে লকডাউন উপেক্ষা করে চলাচল করায় আটকানো হয় এক যুবককে। সময় টিভির সাংবাদিক পরিচয় দেয়া ঐ ভূয়া সাংবাদিক। পরে পুলিশ কর্মকর্তা ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে মুক্তি পায়। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলের কোনো বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় পুলিশ সেটি আটক করে। গতকাল শনিবার দুপুরে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নথুল্লাবাদ চেকপোস্টে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানান, এক যুবক একটি মোটরসাইকেল নিয়ে চেকপোস্টে পার হওয়ার চেষ্টা করেন। এসময় ঐ যুবক নিজেকে সময় টিভির স্টাফ রিপোর্টার পরিচয় দেয়ায় সন্দেহ হয় ঘটনাস্থলে উপস্থিত উপ পুলিশ কমিশনার মঞ্জুর রহমানের। এরপর তিনি ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিষয়টি যাচাই বাছাইয়ের অনুরোধ করলে বিশ্বজিৎ কর্মকার নামের ঐ যুবক ভুল হয়েছে স্বীকার করে নিজেকে বরিশাল সময় নিউজ ডট কমের স্টাফ রিপোর্টার বলেন। তবে তার সাথে থাকা মোটরসাইকেলের কোনো কাগজ পত্র না থাকায় এবং হেলমেট ব্যবহার না করায় মোটরসাইকেলটি আটক করে এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়। সময় টিভির স্টাফ রিপোর্টার পরিচয়দানকারী বিশ্বজিৎ কর্মকার বলেন, আমি সময় টিভির সাংবাদিক বলিণি, বলেছি সময় নিউজের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *