এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি ঘোষণা

আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালনের জন্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ট্রাস্টের চেয়ারম্যানের কাজী মামুনুর রশীদ জানান, ১ থেকে ১৪ জুলাই প্রতিদিন পল্লী নিবাসসহ দেশের সকল মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া সম্মিলিত জাতীয় জোটের উদ্যোগে বিভিন্ন স্থানে হুসেইন মুহম্মদ এরশাদের কর্মময় জীবন দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কমিটি গঠন: এসব কর্মসূচি পালনের জন্য জাফর ইকবাল সিদ্দিকীকে আহ্বায়ক ফখর উজ জামান জাহাঙ্গীরকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- কাজী মামুনুর রশীদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, সেকেন্দার আলী মনি, শেখ শহিদুজ্জামান, মো. আক্তার হোসেন, শাহ আলম তালুকদার, নূর ইসলাম নূর, মো. সিরাজুল ইসলাম ও কাজী রুবায়েত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *