নির্বাচনী মাঠে আ’লীগের দুঃসময়ের কান্ডারী ফখরুল আলম হাং

বিশেষ প্রতিবেদক: লালমোহন হতে ফিরে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রচারনায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন পৌর আ’লীগের সভাপতি ফখরুল আলম হাং।নির্বাচনী এলাকার  সকল শ্রেণি পেশার মানুষের ভালবাসা নিয়ে তৃণমূল রাজনীতির বলিষ্ঠ প্রাণ আ’লীগের দুঃসময়ে যিনি বটবৃক্ষ হয়ে নেতা কর্মীদের স্নেহ ভালবাসা দিয়ে আগলে রেখেছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির আস্থাভাজন রাস্ট্রনায়ক শেখ হাসিনার স্নেহধন্য ফখরুল আলম হাং মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছেন। নির্বাচনী এলাকা ঘুরে আ’লীগের নেতাকর্মীদের নিকট কথা বলে জানা যায়, ফখরুল আলম হাং লালমোহনের রাজনীতিতে একজন নেতাই নন,যিনি তৃনমুল হতে উঠে আসা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী আওয়ামী রাজনীতির দুঃসময়ের কান্ডারীর ভুমিকায় অবতীর্ন হওয়া এক নির্ভীক যোদ্ধা।তৃনমুলের ছাত্র রাজনীতির মাধ্যমে হাতেখড়ি পাওয়া এ নেতা ১৯৭৩সালে ছাত্রলীগ প্যানেল হতে সরকারী শাহবাজপুর কলেজ ছাত্র ছাত্রী সংসদের এজিএস নির্বাচিত হয়েছিলেন। ১৯৭২-৭৫ সাল পর্যন্ত থানা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারী, ৭৭ সালে থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, ৯৪- ২০১৪ইং সাল পর্যন্ত উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সততা ও বঙ্গবন্ধুর  আদর্শ হৃদয়ে ধারন করে দায়িত্ব পালন করেন। বর্তমানে পৌরসভা আ’লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।বিএনপি জামাত সরকারের কঠিন সময়েও তিনি দলের হয়ে নির্ভীকভাবে কাজ করেছেন।২০০১ এর বিএনপি জামাত জোট সরকারের ঘৃন্য পেশাচিক নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন, লোহার রড দিয়ে তার উপর নির্মম নির্যাতনের চিত্র জাতীয় দৈনিক প্রথম আলো’ জনকন্ঠসহ অসংখ্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল।একাধিক মামলা,হামলায় হয়রানি হওয়া সত্বেও তৃনমুল নেতা কর্মীদের যিনি স্নেহ,ভালবাসা ও গভীর মমতায়  আগলে রেখে লালমোহনের আওয়ামী রাজনীতির দুঃসময়ে বটবৃক্ষের ভুমিকা পালন করেন।
তৃনমুলের পুরনো ত্যাগী আ’লীগ নেতা কর্মীরা আরও জানান,লালমোহনের রাজনীতিতে তিনি এক ব্যতিক্রমী রাজনৈতিক নেতার উদাহরণ। আদর্শের প্রশ্নে অনঢ়,দলের দুঃসময়ে জেগে উঠা, ফখরুল আলম কে রাজনীতির পঙ্কিলতা, লোভ, উচ্চাভিলাষ কখনোই স্পর্শ করেনি। রাজনীতি মানে যে আদর্শ লালন, আদর্শিক সততা-তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন ফখরুল হাং। ভোলা-৩ আসনটি বিএনপির ঘাটি হিসেবে পরিচিত ছিল,২০০৮ ইং নির্বাচনে এ আসনে আ’লীগ বিজয়ী হয়ে বিজয়ের ধারা অব্যাহত রাখে। বর্তমানেও এ আসনটি আ’লীগের দখলে, যার পেছনে রয়েছে  ফখরুল হাংদের মত তৃনমুলের নির্যাতিত নেতারা,যারা কঠিন সময়েও দলকে জীবন বাজিঁ রেখে আগলে রেখেছিলেন। তাই লালমোহনের  আ’লীগের  রাজনীতির ইতিহাসে সাধাসিধে জীবনযাপনকারী  ফখরুল হাং এর ভুমিকা অস্বীকার করার কোন সুযোগ নেই। লালমোহনের রাজনীতিতে এখন আদর্শের অনুসরণ জরুরী,প্রয়োজন রাজনীতির নিষ্ঠা ও আদর্শিক সততা। ফখরুল আলম নীতি, সততা, ও দলীয় আদর্শের এক অনুকরণীয় দৃষ্টান্ত। দলের দুঃসময়ে অনেক নেতাকেই দলীয় আদর্শের ভুমিকায় দেখা যায়নি, হাতে গোনা কয়েকজন ব্যক্তি লালমোহনে আ’লীগের হাল ধরে রেখেছিলেন তাদের মধ্য অন্যতম ফখরুল হাং, অথচ আজ সুসময়ে বহু নেতা দলীয় পদ পদবী নিয়ে নিজেদের দলীয় আদর্শে জাহির করতে ব্যস্ত দেখা যায়, আ’লীগের কঠিন দুঃসময়ে এদের পাওয়া যায়নি। লালমোহনের পুরনো ত্যাগী,বঞ্চিত,লাঞ্চিত,নির্যাতিত আ’লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফখরুল আলম হাং আগামী ৩১শে মার্চ বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আ’লীগের ওয়ার্ড ইউনিয়নের দলীয় পদধারী সমর্থক নেতাকর্মীরা। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফখরুল আলম বলেন ইতঃপুর্বে আমি উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের পাশে থেকে কাজ করেছি।জনগণ ২য় বারের মত  আমাকে নির্বাচিত করলে রাস্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের নির্দেশে সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *