অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের আট নেতাকে আইনী নোটিশ

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে কর্মরত অনার্স মাস্টার্স পর্যায়ের শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত ও এমপিওভুক্ত করনের নিমিত্তে মহামান্য হাইকোর্টে রিট করার নামে সারাদেশের শিক্ষকদের কাছ থেকে ডাচবাংলা ব্যাংক লিমিটেড ( BDBL হিসাব নং ১১১.১৫১.১৭৪৫৯৬) বিবি রোড, নারায়ণগঞ্জ শাখার যৌথ হিসাবের  মাধ্যমে ৪০ লাখ টাকা আদায় করে রিটের আইনজীবিকে টাকা না দিয়ে আত্মসাত এবং রিট নিস্পত্তি হওয়ার দুইবছর অতিবাহিত হওয়ার পরও শিক্ষকদের কাছে খরচের ভাউচারসহ হিসাব প্রদান না করে বিভিন্ন ফন্দি ফিকির করার কারনে রিটের হিসাব ও গচ্ছিত টাকা ফেরত চেয়ে বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদের সাবেক ও বর্তমান পাঁচ  নেতা  এবং তিন হিসাবধারীকে আইনী নোটিশ প্রদান করেছেন মহামান্য হাইকোর্ট বিভাগের রিট নম্বর ১১৪৮৪/২০১৭ এর পিটিশনারদের পক্ষে  বরিশাল বাবুগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও রিটের পিটিশনার মোঃ মোকলেসুর রাহমান মনি।

অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদের সাবেক সভাপতি খুলনা সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ কাজী ফারুক, সাবেক সাধারন সম্পাদক  সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, কালকিনি, মাদারীপুর এর সহকারী অধ্যাপক কাজী কামরুজ্জামান, তিন যৌথ হিসাবধারী মোঃ আলাউদ্দীন সোহাগ, প্রভাষক হিসাব বিজ্ঞান,  গজারিয়া ডিগ্রি কলেজ, মুনসীগঞ্জ, সাদিকুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান, শাহআলী মহিলা কলেজ, মিরপুর, ঢাকা, মোঃ শাহাবুদ্দিন, প্রভাষক, সমাজ কর্ম, সরকারি কদম রসুল ডিগ্রী কলেজ, বন্দর, নারায়ণগঞ্জ, শিক্ষক পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মওদুদ আহমেদ, প্রভাষক ব্যবস্হাপনা, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ, অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদের সভাপতি মোঃ  মেহরাব আলী, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দিনাজপুর আদর্শ কলেজ, দিনাজপুর এবং রিটের বাদী হারুন অর রশীদ প্রভাষক হিসাববিজ্ঞান, মজিদা আদর্শ ডিগ্রি কলেজ, কুড়িগ্রামকে লিগ্যাল নোটিশ দাতার পক্ষে  বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট আর্শিব উদ্দীন লিগ্যাল নোটিশ প্রদান করেন।

নোটিশ গ্রহিতাদের আগামী একমাসের মধ্যে রিট নম্বর ১১৪৮ / ২০১৭ এর হিসাব ও খরচের পর উদ্ধৃত টাকা ফেরত দিয়ে চুড়ান্ত হিসাব বিবরনী নোটিশ দাতার আইনজীবীর দাখিল করার জন্য বলা হয়েছে সেইসাথে হিসাব ও উদ্ধৃত টাকা ফেরত দিতে ব্যর্থ হলে নোটিশ গৃতিতাদের বিরুদ্ধে বিশ্বাস ভংগ, প্রতারনা ও অর্থ আত্মসাতের জন্য  ফৌজদারি মামলা রুজ্জু করার জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহন করার কথা উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *