ঝালকাঠিতে ক্ষতিগ্রস্থ ও চলমান বেড়িবাঁধের কাজ পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের অনুন্নয়ন রাজস্ব বাজেট এর আওতায় পানি প্রবাহ রোধে বেড়িবাঁধের সংস্কার কাজ ও ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শ করেছেন নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন।

বুধাবার কাঠালিয়া উপজেলার ক্ষতিগ্রস্থ একটি বেড়িবাঁধসহ তিনি জেলার বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন। এ সময় উপ-বিভাগীয় প্রকৌশলী মুশফিকুর রহমান শুভ, উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল বারী ও মো. রুবেল হাওলাদার উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার নির্বাহী প্রকৌশলী নলছিটি উপজেলার মগড় ইউনিয়নে বেড়িবাঁধের সংস্কার কাজ পরিদর্শন করেন।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব হোসেন জানান, ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ এলকা জাড়িপের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। কি পরিমান এলাকা ক্ষতি হয়েছে তার একটি প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সেখান থেকে নির্দেশনা পাওয়ামাত্র দ্রুত কাজ শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *