১২’শ টাকা মণ দরে কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের দাবি ‘কৃষক- মজুর সংহতির

আজ বেলা ১১ টায় বাংলাদেশ কৃষক – মজুর সংহতি বরিশাল জেলা কমিটির এক জরুরী সভা ফকির বাড়ি রোডস্থ জেলা কার্যালয়ে জেলার যুগ্ম আহবায়ক মোঃ হাবিব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ কৃষক – মজুর সংহতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুসহ জেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ চলতি বোরো মৌসুমে সরকার কর্তৃক ঘোষিত ধানে দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন – সরকার ২৭ টাকা কেজি দরে ধান ক্রয়ের যে ঘোষণা দিয়েছে তাতে কৃষকের উৎপাদন খরচও উঠবে না। দেশের বিভিন্ন জেলার কৃষকদের সাথে আলোচনা করে জানা গিয়েছে – প্রতি মন ধান উৎপাদনে গড়পড়তা খরচ হয়েছে ১০০০ টাকার উপরে। ফলে সরকার ঘোষিত ১০৮০ টাকা মন দরে ধান বিক্রি করলে কৃষকদের লোকশান হবে। নেতৃবৃন্দ বলেন- আমরা দেখছি কৃষক কিনতে গিয়ে ঠকে আর বেচতে গিয়েও ঠকে। বছরের পর বছর এভাবে লোকশান দিয়ে দেশের অধিকাংশ কৃষকই আজ জড়িয়ে পরেছে নানা রকম ঋনের বেড়াজালে। ফলে বিকল্প কর্মসংস্থান না থাকায় কৃষক বাধ্য হচ্ছে এই অলাভজনক পেশায় লেগে থাকতে। যে কারনে কৃষিপন্য উৎপাদনে কৃষক আজ উৎসাহ হারাচ্ছেন। সভায় কৃষক উৎপাদিত ধানের লাভজনক দাম নিশ্চিত করার লক্ষ্যে নিন্মলিখিত দাবি সমূহ দ্রুত বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

দাবি সমূহ :
——————-
(১) চলতি বোরো মৌসুমে কৃষকের নিকট থেকে ১২০০ টাকা মন (৪০ কেজি) দরে ধান ক্রয়ের ঘোষণা দিতে হবে।
(২) সরাসরি কৃষকের নিকট থেকে কমপক্ষে ৫০ লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করতে হবে।
(৩) প্রতিটি ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ বাজার সমূহে ধান ক্রয় কেন্দ্র স্হাপন করতে হবে।
(৪) ধান ক্রয়ের ক্ষেত্রে মধ্যসত্বভোগি দালাল, ফরিয়া ও মহাজনদের দৌরাত্ম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *