বরিশালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ শাহাজাদা হীরা: আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা করেন। আজ ১৯ ফেব্রুয়ারি সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী বরিশালের আয়োজনে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন রাম চন্দ্র দাস, বিভাগীয় কমিশনার বরিশাল, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, (বিপিএম) এডিঃআইজি, পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ বরিশাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমী বরিশাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল, পঙ্কজ রায় চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, হাসানুর রশীদ মকসুদ, জেলা কালচারাল অফিসারসহ বরিশাল শিল্পকলা একাডেমীর শিক্ষার্থী, অভিবাবক, প্রশিক্ষণার্থী ও সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে সকলের অংশগ্রহণে রংবে রঙ্গের বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *