বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর দপ্তর) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. এনামুল হক, উপ-কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মো. জুলফিকার আলী হায়দার, উপ-কমিশনার (সদর দপ্তর) মো. নজরুল হোসেন, উপ- কমিশনার (দক্ষিন) মো. মোকতার হোসেন, উপ-কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার, উপ-কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) খাঁন মোহাম্মদ আবু নাসের এবং উপ-কমিশনার (উত্তর) মো. মনজুর রহমানসহ অন্যান্যরা।
বিএমপি’র সহকারী কমিশনার (এয়ারপোর্ট থানা) মাসুদ রানার সঞ্চালনায় সভায় অতিরিক্ত উপ-কমিশনার মো. ছোয়াইব, অতিরিক্ত উপ-কমিশনার মো. রেজাউল করিম, অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লা, অতিরিক্ত উপ-কমিশনার মো. আকরামুল হাসান, অতিরিক্ত উপ-কমিশনার মো. ফজলুল করীম, অতিরিক্ত উপ-কমিশনার শেখ মোহাম্মদ সেলিমসহ সকল থানার ওসিগণ উপস্থিত ছিলেন।

সভায় উপ-কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, ফোর্সের খাবার মেসে নিয়মিত খাদ্য তালিকায় ইফতার ও সেহরীতে ডিম, দুধ এবং কলা সরবরাহের জন্য পুলিশ কমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানান।

সভায় পুলিশ কমিশনার গরমে কর্তব্যরত অবস্থায় পানি শূন্যতা রোধে সুষম খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আবাসনসহ নানা ধরনের কল্যাণ সাধন নিয়ে আলোচনার পাশাপাশি পুলিশের আচার-আচরণ, শৃঙ্খলা, ড্রেসরুল সহ নানাবিধ বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। এ ছাড়াও সভায় নানা সিদ্ধান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *