বরিশালে দুই তৃতীয়াংশ কমেছে করোনা শনাক্তের হার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার দুই তৃতীয়াংশ কমেছে। গত ২৪ ঘন্টায় ১৬০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের। শনাক্তের হার ১৫.৬২ ভাগ।

এর আগে বুধবার (১৪ এপ্রিল) রাতের রিপোর্টনুযায়ী, ২৪ ঘন্টায় ৭৯ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিলো ৩১.২৮ ভাগ। গত ১৩ এপ্রিল রাতের রিপোর্টে ১৮৬ জনের মধ্যে ৮৮ জন করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিলো সর্বোচ্চ ৪৭.৩১ ভাগ। গত বছরের ৮ মে বরিশাল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর এটাই ছিলো সর্বাধিক সংক্রামন। যদিও গত তিন দিনে পিসিআর ল্যাবে শনাক্তের হার দুই তৃতীয়াংশ কমেছে।

এদিকে, গত ২৪ ঘন্টায় শের-ই-বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে একজন করোনা পজেটিভ রোগীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ২৪ জন। একই সময়ে করোনাসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২৫ জন রোগী।

 

আজ শুক্রবার দুপুর পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৫৬ জন রোগী। যার মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৩৪ জন। করোনা ওয়ার্ডের ১২টি আইসিইউ’তে মুমূর্ষ রোগী চিকিৎসাধীন। আরও কয়েকজন মুমূর্ষ রোগী অপেক্ষমান আছেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কার্যালয়ের করোনা তথ্য সংরক্ষক জে খান স্বপন এই তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *