বরিশালে ৫ হাজার ছাড়াল দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। চলছে টিকাদান কর্মসূচিও। চারদিনে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা পাঁচ লাখ ছাড়িয়েছে। গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকাদান শুরুর পর এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৫ লাখ ২২ হাজার ৫৯৬ জন। ‍এর মধ্যে বরিশালে টিকা নিয়েছেন ৫ হাজার ৬৩৮ জন।

এদের মধ্যে সোমবার (১২ এপ্রিল) একদিনেই নিয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৭৯ জন। এদিন প্রথম ডোজ টিকা নিয়েছেন ২২ হাজার ৪৫৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫৬ লাখ ৪৯ হাজার ৫৬৩ জন।

সোমবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৭০ লাখ ৫৮ হাজার ৯৯৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যে দেখা গেছে, এখন পর্যন্ত দুই ডোজ মিলিয়ে ৬২ লাখ ৭২ হাজার ১৫৯ জন টিকা নিয়েছেন।

দেশজুড়ে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া গত বৃহস্পতিবার সকালে শুরু হয়। এ জন্য এসএমএসে পাঠানো হচ্ছে। এসএমএসে দেওয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।

বিভাগভিত্তিক হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩৮ হাজার ৪২৩ জন দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে ঢাকায়।

এছাড়া ময়মনসিংহে ৫ হাজার ৩৩৩ জন, চট্টগ্রামে ৩২ হাজার ৯৩৪ জন, রাজশাহীতে ১৪ হাজার ৭২৪ জন,রংপুরে ১৪ হাজার ৫৭০ জন, খুলনায় ১৫ হাজার ৬১২ জন, বরিশালে ৫ হাজার ৬৩৮ জন এবং সিলেট বিভাগে ১১ হাজার ৬৪৫ জন করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *