বরিশালে লকডাউনের পূর্বে শ্রমিকদের খাদ্য নিশ্চিত করনের দাবীতে বিক্ষোভ

 শ্রমিকদের জন্য পর্যাপ্ত খাদ্য ও নগদ অর্খ সহায়তা ছাড়া লকডাউন কার্যকর করা যাবে না, লকডাউনে শ্রমিকদের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্ধ ও খাদ্য রেশনিং চালু,করা সহ শেবাচিমে করোনা ইউনিটে আসন ও আইসিইউ বেড বৃদ্ধি এবং নগরীতে আইসোলেশন চালু করার দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখা।

আজ রোববার (১১ই) এপ্রিল সকাল সাড়ে ১১ টায় নগরীর ফকিরবাড়ি দলীয় কার্যলয় থেকে মহিলা ও পুরুষ শ্রমিকদের নিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল বেড় করে।

মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদররোড অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে সমাবেশ করে তারা।

বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে এই করোনাকালীন সময়ে শ্রমিকদের ন্যার্য দাবী আদায়ের দাবী জানিয়ে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,শ্রমিক নেতা মাকি হাওলাদার, মিতা বেপারী,শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, নিলিমা জাহান,ছাত্র নেতা বিধান সিকদার।

এসময় তারা বলেন লকডাউনের পূর্বে শ্রমিকদের দাবী পুরন করা নাহলে আগামী ১৫ এপ্রিল যে কোন মূল্যে তারা এই সদররোডে লকডাউন বিরোধী সমাবেশ করার মাধ্যমে শ্রমিকদের দাবী আদায়ের জন্য লড়াই করে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *