বরিশালে পুঁজিবাদী প্রেম ব্যবস্থার প্রতিবাদে রাস্তায় ববি পুরুষ উন্নয়ন সংঘ

ববি প্রতিনিধি: “পুঁজিবাদী প্রেম ব্যবস্থার আধিপত্য কমাও, সুষ্ঠ, সুষম ও পবিত্র প্রেম এ জগৎ সাজাও” স্লোগানে বিশ্ব ভালবাসা দিবস পালন করলো ” বরিশাল বিশ্ববিদ্যালয় পুরুষ উন্নয়ন সংঘ”। বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে সংগঠন টি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটা উত্তেজনাপূর্ণ মিছিল নিয়ে সমগ্র বিশ্ববিদ্যালয় প্রদিক্ষন করে। সংগঠন টির নব্য সভাপতি সাচিবুল হক বিন্দু বলেন ” ভালবাসা দিবস নির্দিষ্ট কোন দিবস হতে পারে না। একটা দিন নির্দিষ্ট করে বাকি দিনগুলো কে কি ভালবাসাহীন দিবস হিসেবে গন্য করবো? যায় হোক, মূল কথা হলো, আজকাল কথিত যুবক-যুবতীর ভালবাসা গুলো এক শ্রেনীর আতেল,আবাল ও বিত্তবানদের নিকট কুক্ষিগত হচ্ছে। এই কাস্টমস বদলাতে হবে। বিপরীত লিঙ্গের মানুষগুলো ভুল পথে চালিত হয়ে অনেক ভুল করে ফেলছে, যেটা সমাজের জন্য অতি সাংঘাতিক ব্যপার। এই মরণ ব্যাধী আবেগ পাগলা ঘোড়াকে থামাতে হবে” . সংগঠন সহ-সভাপতি আহমেদ নিলয় বলেন ” ভালবাসা মানে শুধু এক গ্লাসের শরবত ২ টি নল দিয়ে গ্রহন করা নয়, ভালবাসা মানে শ্রাবন সন্ধ্যায় রিক্সায় ছাওনি লাগিয়ে পর্দা করা নয়, ভালবাসা হলো ৩০ টাকার খিচুড়ি কিনে একজন অনাহারীর সাথে শেয়ার করা। নোংরা ভালবাসা বন্ধ করতে হবে। এটাই ভালবাসা দিবসের অন্যতম প্রতিবাদ্য বিষয় আমাদের সংগঠনের নিকট। . উল্লেখ্য, উক্ত মিছিল সমাবেশে পরোক্ষভাবে পুরুষ সমাজ কে উজ্জীবিত করেন সংঘঠন টির উপদেষ্টা ও সদ্য সাবেক সভাপতি সাধারণ সম্পাদক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *