সাংবাদিক মঞ্জুর মোর্শেদ খান আর নেই

বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ এর বিশেষ প্রতিবেদক ঈশ্বরদীর মঞ্জুর মোর্শেদ রিয়েন খান (৩৫) আর নেই।  শুক্রবার (৯ এপ্রিল) বাদ আসর বিকেল সোয়া ৫টার দিকে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থান মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে, সকালে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি বাবা-মা স্ত্রী, ভাই-বোন আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঞ্জুর মোর্শেদ ঈশ্বরদী শহরের পূর্ব টেংরি (আমবাগান) এলাকার বাসিন্দা ভাষা সৈনিক মাহাবুব আহমেদ খানের নাতি জাতীয় পার্টির (জাপা) নেতা জেম খানের বড় ছেলে। ২০১৩ সালে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পান। তারপর থেকে তিনি অসুস্থ হয়ে দেশ-বিদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসা নেন। তার চিকিৎসার জন্য কয়েকবার আর্থিক সহায়তাও দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্জুর মোর্শেদের অকাল মৃত্যুতে ঈশ্বরদীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের সব নেতারা গভীর প্রকাশ ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *