ঘাতক জাহাজসহ ১৪ কর্মচারীকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়া কার্গো জাহাজ এবং এর চালকসহ ১৪ কর্মচারীকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ নৌ-পুলিশের কাছে জাহাজসহ তাদেরকে হস্তান্তর করা হয়। শীতলক্ষ্যা নদীতে সাবিত আল হাসান নামে লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়া এসকেএল-৩ কার্গো জাহাজটি মুন্সিগঞ্জের গজারিয়ার একটি ডকইয়ার্ড থেকে আটক করে কোস্টগার্ড। এ সময় জাহাজের চালকসহ ১৪ কর্মচারীকে আটক করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়েছে নৌ-পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জাহাজের মাস্টার ওহিদুজ্জামান, চালক মজনু মেল্লা, সুকানি আনোয়ার মল্লিক, নাজমুল মোল্লা, গ্রিজার ফারহান মোল্লা, হৃদয় হাওলাদার, ডেক টেন্টাইল মে.আব্দুল্লাহ, লস্কর রাজিবুল ইসলাম, নূর ইসলাম, মো. সাগর, সাকিব সরদার, মো. আফসার, আলিম শেখ ও বাবুর্চি বাশার শেখ।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশের পুলিশ সুপার মীনা মাহমুদা বলেন, বিআইডব্লিউটিএর মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এমভি এসকেএল-৩ নামে জাহাজটি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *