ডুবে যাওয়া সেই লঞ্চে শেষ হল উদ্ধার কাজ, মিলেছে ২৭ লাশ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে। দুপুরে লঞ্চটি উদ্ধার করে তীরে তোলা হয়। এরপর ডুবুরি দল লঞ্চের ভেতরে প্রবেশ করে একে একে ২২টি লাশ উদ্ধার করে। এ নিয়ে এ ঘটনায় মোট লাশ পাওয়া গেল ২৭টি। দুপুর দুইটার দিকে উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে রবিবার (৪ এপ্রিল) অর্ধশত যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনা ঘটে। গতকাল পর্যন্ত পাঁচ নারীর মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয়েছিল ২০ জনকে। এছাড়া নিখোঁজ ছিলেন অন্তত ২৯ জন। বিআইডব্লিউটিএর ১৮ ঘণ্টা ধরে চলা উদ্ধার অভিযান শেষে আজ আরও ২২ জনের মরদেহ পাওয়া যায়।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, ডুবে যাওয়া লঞ্চটিতে অর্ধশত যাত্রী ছিলেন। গতকাল ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। লঞ্চটি উদ্ধারের পর আরও ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ২৭ জনের মরদেহ উদ্ধার করা হলো।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, উদ্ধারকাজ সমাপ্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ২৭ জনের। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *