ঢিলেঢালা ভাবে চলছে বরিশালের লকডাউন

বরিশালে লকডাউনের প্রথমদিন অতিবাহিত হচ্ছে ঢিলেঢালাভাবে । সোমবার সকাল থেকে বরিশাল লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ রুটের কোনো লঞ্চ ছেড়ে যায়নি। একই অবস্থা ছিলো বাস টার্মিনালেও।

তবে নগরীতে থ্রিহুইলার চলাচল ছিলো স্বাভাবিক। সেগুলোতে গাদাগাদি করে যাত্রী ওঠাতে দেখা গেছে। এছাড়া নগরীর অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও রাস্তার পাশে ফেরিওয়ালাদের বেচা-বিক্রিতে ভিড় ছিলো লক্ষ্য করার মতো।

বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাটে মানুষজনের যাতায়ত বাড়তে থাকে। বাধ্য হয়ে কাজে বেড়িয়েছেন বলে জানান সাধারণ মানুষজন।

এমন পরিস্থিতি সামাল দিতে এবং করোনা প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি করতে বেলা ১১টায় নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরায় এবং অযথা ঘরের বাইরে বের হওয়ায় বেশ কয়েকজনকে জরিমানা করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *