বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী বইমেলা শুরু

ববি প্রতিনিধি: প্রথম আলো বন্ধুসভা বরিশাল বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হয়েছে “চতুর্থ অমর একুশে বইমেলা ২০১৯” বরিশাল বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাস মাঠে । এই বইমেলা চলবে ফেব্রুয়ারি ১১, থেকে ১৪ তারিখ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। আর যে বইমেলা থেকে সবচেয়ে বেশি টাকার বই যে ক্রয় করবেন তাকে বন্ধুসভার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন মেলার আয়োজকরা।
এছাড়াও এই বইমেলা বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে  ‘রচনা প্রতিযোগিতা ‘ প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য কিছু নির্দেশনাও দেয়া হয়েছে।

১. নিজ পাসপোর্ট সাইজ ছবি (পেপারের সাথে পিন আপ করে দিতে হবে)
২. সর্বোচ্চ ৩৫০ শব্দ এর মধ্যে লিখতে হবে।
৩. শুধু কালো কালির কলম ব্যবহার করা যাবে।
৪. টোকেন, বন্ধুসভার বইমেলা স্টল থেকে নিতে হবে।
৫. কারো পেপার কপিপেস্ট হলে খাতা বাতিল করা হবে।
৬. বন্ধুসভার কার্যকরি সদস্যদের কেউ অংশগ্রহণ করতে পারবে না।
৬. ১৪ তারিখ বিকাল ৫ টার মধ্যে পেপার জমা দিতে হবে।
৭. খাতার উপরে নিজের নাম, ডিপার্টমেন্ট, সেশন, মোবাঃ নাম্বার লিখতে হবে।
৮.রচনা খাম-এ করে জমা দিতে হবে। খাম এর উপর নিজের নাম, নাম্বার, ডিপার্টমেন্ট, সেশন, মোবাঃ নাম্বার এর একটি টোকেন সিলসহ বন্ধুসভার স্টল থেকে নিতে হবে।
রচনা প্রতিযোগিতা এর রেজাল্ট প্রথম আলো বন্ধুসভা বরিশাল বিশ্ববিদ্যালয় এর ফেজবুক পেজ এ জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য যারা বন্ধুসভার নতুন সদস্য হতে আগ্রহী তারা বইমেলার এই ৪ দিন বন্ধুসভার স্টল থেকে সদস্য ফর্ম নিতে পারবেন বলে জানিয়েছেন বন্ধু সভার সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *