বরিশালে আকস্মিক অভিযানে এক কোচিং সেন্টারকে জরিমানা

মোঃ শাহাজাদা হীরা:  আজ  মঙ্গলবার দুপুর ২:০০ টার দিকে জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চোধুরী ও রেজোয়ানা কবির, এর নেতৃত্বে বরিশাল সদর উপজেলার কর্নকাঠী গ্রামের বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে কোচিং সেন্টার বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে বরিশাল বিশ্ববদ্যালয় এলাকায় বেশিরভাগ কোচিং সেন্টারকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেলেও কর্নকাঠী এলাকার কনফিডেন্স কোচিং সেন্টারের কোচিং কার্যক্রম চালু পায় ভ্রাম্যমান আদালত। কোচিং কার্যক্রম চালু রাখার দায়ে উক্ত কোচিং সেন্টারের
তিনজন পরিচালক কে সরকারি নির্দেশ অমান্য করার দায়ে ১০০০/- টাকা করে মোট ৩০০০/- টাকা জরিমানা করা হয়। তারা হলেন মোহ শাহাবুল ইসলাম, মোঃ শফিউল ইসলাম ও মোঃ কামরুজ্জামান। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন র‍্যাব-৮ এর সদস্যরা। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চোধুরী বলেন সরকারি নির্দেশ বাস্তবায়ন করার লক্ষে। কোচিং সেন্টারগুলো বন্ধে জেলা প্রশাসক বরিশাল কাজ করে যাবেন, আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান প্রতিদিন পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *