করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বরিশালে জনসচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বরিশালে জনসচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বাধীন মানববন্ধনে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, করোনা সংক্রমণ আবারও বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সচেতন করতে নির্দেশ দিয়েছে সরকার। সে অনুযায়ী আজ থেকে জনগণকে সচেতন করতে প্রচার কার্যক্রম শুরু হয়েছে। ‘নো মাস্ক, নো মুভমেন্ট’ কার্যকর করতে উদ্যোগ নেয়া হচ্ছে।
এরপরও জনগণ স্বাস্থ্য সচেতন না হলে প্রয়োজনে আইন প্রয়োগের মাধ্যমে তাদের বাধ্য করার কথা বলেন জেলা প্রশাসক।

মানববন্ধন শেষে সাধারণ জনগণের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে জেলা প্রশাসন। নগরীর সদর রোড সহ ৫টি পয়েন্টে ১০ হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *