শিক্ষাবিদ অধ্যাপক আবদুর রব তালুকদার ‘র মৃত্যু, দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক 

ডেস্ক রিপোর্ট : বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী ও সমাজসেবক অধ্যাপক আবদুর তালুকদার ইন্তেকাল করেছেন।  ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজিউন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর,  তিনি এক স্ত্রী, এক পুত্র ও এক কন্যা, নাতি, নাতনী সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক আবদুর রব তালুকদার, জন্ম ১৯৪১ সালে উজিরপুরের আটিপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি শেষে কর্মজীবনে সরকারি  শিকারপুর শেরে বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সরকারি বরিশাল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, বরিশাল ল কলেজের উপাধ্যক্ষ, বরিশাল আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তার সহধর্মিনী অধ্যাপক তাহেরা সুলতানা সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান। তিনি আটিপাড়া সিনিয়র মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা, রাষ্ট্রবিজ্ঞান সমিতির বরিশাল বিভাগ এর অন্যতম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, উজিরপুর কল্যান সমিতি, অবসর কল্যাণ সমিতি, প্রবীন হিতৈষী  কল্যাণ সমিতি  সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। আজ দুপুরে আকস্মিক হৃদ রোগে আক্রান্ত হয়ে আলেকান্দার হাজী আর্শেদ আলী কন্টাক্টর গলির বাসভবনে মৃত্যুবরন করেন। মাগরিব বাদ বরিশাল নুরিয়া স্কুল মাঠে প্রথম ও রাত নয়টায় আটিপাড়া সিনিয়র মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । জানাযায় মরহুমের সহকর্মী, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।  তার মৃত্যুতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি,  বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল ২ আসনের সাংসদ শাহে আলম তালুকদার, সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড তালুকদার মোঃ ইউনুস, রাষ্ট্র সমিতি বরিশাল, উজিরপুর সমিতি, বরিশাল, বরিশাল জেলা আইনজীবী সমিতি, বরিশাল ল কলেজ, সরকারি বরিশাল কলেজ সহ বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *