কলাপাড়ায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা

গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে পরিচিত করার লক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। শিব পূজা উপলক্ষে শুক্রবার বিকেলে ৪টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় একটি মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হারিয়ে যাওয়া বাংলার এই ঐতিহ্য দেখতে ছুটে আসেন দূর-দূরান্তের শত শত মানুষ। ঘোড়ার পিঠে উঠে চাবুক হাতে প্রতিযোগিতায় অংশ নেন ঘোড়ার সওয়াররা। অংশগ্রহণকারী সবার জন্যই ছিল বিশেষ পুরস্কার।

ঘোড়া নিয়ে আসা ঘোড়ার সওয়াররা রুহল আমনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আমরা ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকি। এখানে যুবরাজ, পঙ্খিরাজ, সুন্দরি, ময়ুরী নামের মোট চারটি ঘোড়া নিয়ে এসেছি।
ঘোড়ার দৌড় দেখতে আসা গৃহিনী সাগরিকা বলেন, শুধু মাত্র বই পুস্তকে ঘোড়ার দৌড়ের কথা শুনেছি। এখান তা বাস্তবে দেখলাম। প্রতি বছর এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা যেন অব্যাহত থাকে এমনটাই তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *