মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে জানান মওদুদের ব্যক্তিগত সহকারী মো. সুজন।

তিনি বলেন, আজকে সকাল থেকে শ্বাসকষ্ট বেড়ে গেছে। গতকাল ফুসফুসে পানি জমেছে, আগের চেয়ে অবস্থা এখন অবনতি হয়েছে। দীর্ঘ একমাস ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন মওদুদ।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ছয় সদস্যের মেডিকেল বোর্ড মঙ্গলবার মওদুদ আহমদের চিকিৎসা- সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে তাঁর শারীরিক অবস্থা অবনতির কথা জানিয়েছে। বিষয়টি পরিবারের সদস্য ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানানো হয়েছে।

এর আগে গত ৩০ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, ৮ থেকে ১০ দিন ধরে তিনি অসুস্থতা বোধ করছিলেন। তবে বাসায় চিকিৎসা চলছিল। একপর্যায়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা জানান, তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে ও রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। পরে চিকিৎসকেরা তাঁকে সিসিইউতে ভর্তির পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *