‌চি‌কিৎসক নি‌য়ে ভাষা‌সৈ‌নি‌কের বাসায় ডি‌সি

ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালুকে চিকিৎসক নিয়ে তার বাড়িতে দেখতে যান বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যায় নগরীর বগুড়া রোড তার নিজ বাড়িতে খোঁজ খবর নিতে যান।

এসময় তার ছেলে বউকে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক।

এসময় জেলা প্রশাসক বলেন, আজ আমরা দেশ ও ভাষা পেয়েছি যাদের আত্মত্যাগ ও সংগ্রামের বিনিময়ে তাদের অবদান আমরা কোন ভাবে অস্বীকার করতে পারিনা। ভবিষ্যত প্রজন্মকে গৌরবের সে সকল ইতিহাস জানাতে হলে এই সকল বীর সৈনিকদের কে মনে রাখতে হবে এবং তাদের পাশে এসে আমাদের দাঁড়াতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালুর স্ত্রী,পুত্র ও তার পরিবারের অন্যান্য সদস্য, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় সাজ্জাদ পারভেজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশালের কনসালট্যান্ট ডা. মননুজা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ভাষার মাস ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার নিজ উদ্যোগে গত ২০ ফেব্রুয়ারি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *