বরিশালে পতাকা মিছিল অনুষ্ঠিত

সম্প্রীতির স্বদেশ আকাঙ্খা নিয়ে অর্ধ-শতাব্দী পূর্বে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হলেও আজ অর্জিত স্বাধীনতার চেতনাকে হারাতে বসেছে। বাড়ছে ধনী-দারিদ্রের বৈষম্য, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, দুর্নীতি লুটেরা শ্রেণির প্রভাবে স্বাধীনতার চেতনা, মূল্যবোধ ও স্থিতিশীলতা তলানিতে গিয়ে ঠেকেছে।

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সোমবার (১ মার্চ) দেশব্যাপী জাতীয় পতাকা মিছিলসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।

সোমবার (০১ মার্চ) সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা কমিটি আয়োজিত নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যাপক টুনু রানি কর্মকার।

বক্তারা আরও বলেন, কালো টাকার প্রভাবে গণতন্ত্র নীতিহীন হয়ে পড়েছে। আদর্শচ্যুত হয়ে যাচ্ছে সমাজ ব্যবস্থা। তাই গণতন্ত্রমনা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমিক, কৃষকসহ সকল শ্রেণির মানুষকে সোচ্চার হতে হবে। অন্যথায় মাহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা ভূলুন্ঠিত হয়ে যাবে।

বরিশাল নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলুর সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোতালেব হাওলাদার, অধ্যাপক নজরুল হক নিলু, অধ্যক্ষ মিজানুর রহমার, অধ্যক্ষ বিরেন রায়, শিবানী চৌধুরী, সামসুল আলম সবুজ প্রমুখ।

মানববন্ধন থেকে মানবতাবিরোধী অপরাধের দায়ে পাকিস্তানকে ক্ষমা চাওয়া, গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা অটুট রাখা, স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখা, সংখ্যালঘু নিপিড়ন বন্ধ করা, সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করা, ঘুষ, দুর্নীতি, লুটপাট, অর্থপাচাররে বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *