বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পতাকা উত্তোলন ও ভার্চুয়াল আলোচনা সভার মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ্। ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ্ব বলেন, ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় গুলোতে মানসম্মত শিক্ষার পাশাপাশি মানসম্মত গবেষণাও নিশ্চিত করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার। তাই তাদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ্ আরও বলেন, ‘যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে হলে মানসম্মত শিক্ষার উপর গুরুত্বারোপ করতে হবে। ভবিষ্যতে কোথায় আমরা থাকবো সে বিষয়ে এখনই পরিকল্পনা গ্রহন করতে হবে। নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।’

সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন গত ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ববির শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলায় আহত শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি। একই সাথে প্রতিষ্ঠা দিবসের মাহেন্দ্রক্ষনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের স্থিতিশীলতা বজায় রাখতে বরিশালবাসীসহ ববি পরিবারের সকলের প্রতি আহবান জানান।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মু. মুহসিন উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় ববি শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, সাধারন সম্পাদক ড. মো. খোরশেদ আলম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দীন গোলাপ, গ্রেড ১১-১৬ কল্যান পরিষদের সভাপতি ফয়সাল কিবরিয়া এবং ১৭-২০ কল্যান পরিষদের সাধারন সম্পাদক শফিকুর রহমান বক্তব্য রাখেন। এছাড়া ভার্চুয়াল সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সংযুক্ত ছিলেন।

উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ ববির বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত ঐতিহাসিক ৬ দফার ইতিহাস সংবলিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *