রাজাপুরে শ্লোগান দেয়া নিয়ে দু’পক্ষের উত্তেজনা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএইচ হারুনকে সংবর্ধণা অনুষ্ঠানে শ্লোগান দেয়া নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজাপুর উপজেলা পরিষদ চত্ত্বরের এ ঘটনায় অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং চেয়ার ছোড়াছুড়ি, পুলিশের লাঠিচার্জে ও দু’পক্ষের মধ্যে হাতাহাতিতে অন্তত ৫ জন আহত হয়েছে। পরে এমপি, আ’লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশ পরিস্থিতি শান্ত করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠি-১ আসনে বিএইচ হারুন টানা ৩ বার সংসদ সদস্য হওয়ায় উপজেলা আ’লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধণার আয়োজন করা হয়। বিকেলে বিএইচ হারুন সভামঞ্চে উপস্থিত হলে দু’পক্ষের মধ্য পাল্টাপাল্টি শ্লোগান দেয়া নিয়ে মঞ্চের দক্ষিণ পাশে হাতাহাতির ঘটনায় সভাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় চেয়ার ছোড়াছুড়িতে অন্তত ৫ নেতাকর্মী আহত হয়। পরে এমপি, আ’লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশ পরিস্থিতি শান্ত করে পুনরায় অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য বিএইচ হারুন। উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মিলন মাহমুদ বাচ্চুর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আ’লীগের সেক্রেটারি অ্যাড, এইচএম খায়রুল আলম সরফরাজ, অ্যাড. সঞ্জীব কুমার বিশ^াস, আফরোজা আক্তার লাইজু ও সিদ্দিকুর রহমান প্রমুখ। রাজাপুর থানার ওসি মোঃ জাহিদ হোসেন জানান, মঞ্চে শ্লোগান দেয়া নিয়ে দু’পক্ষের মধ্যে সামান্য উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি শান্ত করে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *