রোগী শূন্য শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় আক্রান্ত একমাত্র রোগী পিরোজপুরের মঠবাড়ীয়ার খালেদা বেগম চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পর করোনা বৃহস্পতিবার ওই ওয়ার্ডটি করোনা রোগী শূন্য হয়ে যায়। গত বছরের ৮ এপ্রিলের পর এই প্রথম করোনা রোগী শূন্য হলো করোনা ওয়ার্ড। দীর্ঘ প্রায় ১০ মাসে করোনা ওয়ার্ডে করোনা আক্রান্ত ১৩৬ রোগী মারা গেলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১৭ জন। তবে করোনা সন্দেহে এখনও ওই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ২৯ রোগী। তাদের মধ্যে ১০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি ১৯ জনের পরীক্ষা হবে পর্যায়ক্রমে।

হাসপাতাল সূত্র জানায়, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১৫০ শয্যা বিশিষ্ট করোনা ওয়ার্ডে এ পর্যন্ত ৩ হাজার ৫ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী ছিলো ৯৫৩ জন। করোনায় আক্রান্তের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮১৭ জন। চিকিৎসাধীন অবস্থায় এই ওয়ার্ডে মারা যাওয়া ৪২৬ জন রোগীর মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ১৩৬ জন। করোনায় মারা যাওয়া ১৩৬ জনের মধ্যে পুরুষ ১০৬ জন এবং নারী ৩০ জন।

শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মরিুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। গত এক সপ্তাহেও এই হাসপাতালে করোনা আক্রান্ত কোন রোগী ভর্তি হয়নি বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *